৪ মে, ২০২১ ১৫:৫৩

হাটহাজারীতে সংঘাতের ঘটনায় হেফাজতের দুই নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

হাটহাজারীতে সংঘাতের ঘটনায় হেফাজতের দুই নেতা গ্রেফতার

চট্টগ্রামের হাটহাজারীর থানা ভাঙচুর, সরকারি স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনায় হেফাজতে ইসলামের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- হেফাজতে ইসলামের পৌর নেতা মাওলানা মো. আরিফ এবং উপজেলা নেতা মাওলানা তাজুল ইসলাম। সোমবার রাতে হাটহাজারীতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

চট্টগ্রামের পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেন, হাটহাজারীর থানা ভাঙচুর, সরকারি স্থাপনায় অগ্নিসংযোগের অভিযোগে হেফাজতে ইসলামের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। ২৬ মার্চের ঘটনায় তারা প্রত্যক্ষ জড়িত ছিল। তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আনা হবে।

প্রসঙ্গত, গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদীর সফরকে ঘিরে হাটহাজারীতে তান্ডব চালায় হেফাজতে ইসলামের নেতা কর্মীরা। এ সময় হেফাজতে ইসলামের নেতা কর্মীরা থানা, ভূমি অফিস, ডাকবাংলোসহ সরকারি স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। 

বিডি প্রতিদিন/ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর