পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- রিয়াদ করিম, মো. ওসমান এবং মো. রায়হান। শনিবার রাতে বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
বাকলিয়া থানার ওসি মুহাম্মদ রুহুল আমিন বলেন, শনিবার রাতে কল্পলোক আবাসিক এলাকায় লিটন নামে এক ব্যক্তির ঘরে প্রবেশ করে গ্রেফতারকৃতরা নিজেদের পুলিশ সদস্য পরিচয় দেয়। বাসায় অনৈতিক কর্মকাণ্ড হচ্ছে এমন দাবি করে তাদের কাছে ত্রিশ হাজার টাকা দাবি করে।
এ সময় তাদের কাছ থেকে বিকাশের মাধ্যমে ৫ হাজার টাকা গ্রহণ করে। বাকি টাকার জন্য তারা পরিবারের সদস্যদের মারধর করতে থাকে। তাদের আচরণ সন্দেহজনক মনে হলে পুলিশকে খবর দেয় ভুক্তভোগী পরিবার। পরে পুলিশ গিয়ে তাদের গ্রেফতার করে। এ ঘটনায় গ্রেফতারকৃত তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর