রাঙ্গুনিয়া থানার দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে ১২ হাজার ৮৫০ লিটার দেশীয় চোলাই মদসহ ৪ জনকে গ্রেফতার করেছে র্যাব-৭। তারা হলেন- লিয়াকত (২৪), আজগর আলী (২০), নুর হোসেন (২১) ও রমজান আলী (১৯)।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সহকারী পরিচালক নূরুল আবছার জানান, ত্রিপুরা সুন্দরী ভরনছড়ি এলাকার বড় খোলার দুর্গম পাহাড়ে মাদক সিন্ডিকেট বিপুল পরিমাণ চোলাই মদ মজুদ করে। তারা বিভিন্ন এলাকায় সরবরাহের জন্য মদের ভাণ্ড নিয়ে অবস্থান করেছে। খবর পেয়ে দীর্ঘ ১০ ঘণ্টা অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে ১২ হাজার ৮৫০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
জড়িতরা দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে গহীন পাহাড়ি অরণ্যে দেশি মদ তৈরি করে আসছিল। এসব মদ চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে। বিপুল পরিমাণ চোলাই মদ ধ্বংস করে নমুনাসহ গ্রেফতারকৃতদের রাঙ্গুনিয়া মডেল থানায় হস্থান্তর করা হয়েছে।
উদ্ধার করা চোলাই মদের আনুমানিক মূল্য সাড়ে ৩৮ লাখ টাকা। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত