আলোচিত মাহমুদা আক্তার মিতু হত্যার ঘটনায় নতুন মামলায় এক নম্বর আসামি করে তার স্বামী পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার পাঁচলাইশ থানায় মিতুর বাবা মোশাররফ হোসেন বাদী হয়ে ৮ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।
মামলা শেষে সাংবাদিকদের মিতুর বাবা মোশাররফ হোসেন বলেন, ‘বাবুলই তার স্ত্রী মিতুকে হত্যার পরিকল্পনা করেছে।’
এর আগে আজ সকালে ঢাকায় পিবিআইয়ের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সংস্থার প্রধান ও পুলিশের উপমহাপরিদর্শক বনজ কুমার মজুদার বলেন, পুরোনা মামলার চূড়ান্ত প্রতিবেদন আজই আদালতে দেওয়া হবে। মিতু হত্যার নতুন মামলায় এক নম্বর আসামি হবেন তার স্বামী বাবুল আক্তার। নতুন মামলার বাদী হতে পারেন মিতুর বাবা।
প্রসঙ্গত, ২০১৬ সালের ৫ জুন সকালে পাঁচলাইশ থানার ও আর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে বাসার অদূরে গুলি ও ছুরিকাঘাত করে খুন করা হয় মিতুকে। এই ঘটনায় বাবুল আক্তার বাদী হয়ে পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন।
বিডি প্রতিদিন/ফারজানা