চট্টগ্রামে একটি পোশাক কারখানার শ্রমিকদের তিন মাস ধরে বকেয়া বেতন না দিয়ে কারখানা বন্ধ রাখার প্রতিবাদে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। আজ বুধবার সকাল থেকে ইপিজেড মোড়ে সড়ক অবরোধ করে আন্দোলন করেন তারা। তবে প্রায় দুই ঘণ্টা ধরে চলা আন্দোলনের কারণে ইপিজেড সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। এতে সৃষ্টি হয় দীর্ঘ যানজট।
ওই কারখানায় কর্মরত শ্রমিক কল্যাণ সমিতির সদস্য মো. ওবায়দুল ইসলাম বলেন, গত ফেব্রুয়ারিতে কারখানার মালিক পালিয়েছেন। আমাদের চার বছরের প্রভিডেন্ট ফান্ডের টাকা, ছুটির টাকা এবং মাসিক বেতন বকেয়া রয়েছে। তিন মাস ধরে কারখানা বন্ধ। বেপজা কর্তৃপক্ষ বার বার আশ্বাস দিয়ে আসলেও কাজ হয়নি। আমাদের পাওনা আদায়ে দৃশ্যমান কোনো অগ্রগতি চোখে পড়ছে না। তাই বাধ্য হয়ে আমরা আন্দোলনে নেমেছি।
ইপিজেড থানার উপ-পরিদর্শক (এসআই) সাজেদ কামাল বলেন, বকেয়া বেতন ভাতার দাবিতে ওই পোশাক কারাখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে। বেপজা কর্তৃপক্ষ এসে আশ্বাস দেওয়ার পরও তারা সড়ক অবরোধ করে আছে। আমরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়েছি।
বিডি প্রতিদিন/আবু জাফর