চট্টগ্রামে মোবাইল গেইমকে কেন্দ্র করে বন্ধুর ছুরিকাঘাতে আবদুল গনি রকি নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে জেলার সাতকানিয়া উপজেলা সদরের বসুমতি দিঘীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রকি কক্সবাজার জেলার চকোরিয়া উপজেলার আহমদ কবিরের ছেলে। তিনি সাতকানিয়ায় একটি ফার্নিচারের দোকানে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ‘নিহত রকি ও তার বন্ধুরা মিলে রাতে মোবাইলে গেইম খেলত। বৃহস্পতিবার রাতেও গেইম খেলার এক পর্যায়ে তারা বিবাদে জড়িয়ে পড়েন। এসময় বন্ধুর ছুরিকাঘাতে মারাত্মকভাবে আহত হন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন