চট্টগ্রাম বন্দর দিয়ে ভোজ্য তেল ঘোষণায় তরল কোকেন আনার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় আমদানিকারক প্রতিষ্ঠান খান জাহান আলী লিমিটেডের কর্মকর্তা গোলাম মোস্তফা সোহেলের জামিন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপুরে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত আসামির জামিন নামঞ্জুর করেন। এর আগে কোকেন মামলায় গোলাম মোস্তফা সোহেল আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছিলেন।
চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাড. মোহাম্মদ নোমান চৌধুরী বলেন, কোকেন মামলায় গোলাম মোস্তফা সোহেলের জামিন আবেদন করা হয়েছিল। আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করেছেন।
জানা যায়, ২০১৫ সালের ৬ জুন চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের দেয়া তথ্যের ভিত্তিতে কোকেন সন্দেহে চট্টগ্রাম বন্দরে সূর্যমুখী তেলের চালান জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। এরপর ২৭ জুন তেলের চালানের ১০৭টি ড্রামের মধ্যে একটি ড্রামের নমুনায় কোকেন শনাক্ত হয়। বলিভিয়া থেকে আসা চালানটির প্রতিটি ড্রামে ১৮৫ কেজি করে সূর্যমুখী তেল ছিল। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের রাসায়নিক পরীক্ষাগারসহ চারটি পরীক্ষাগারে তেলের চালানের দুটি ড্রামের নমুনায় কোকেন শনাক্ত হয়। চাঞ্চল্যকর এ মামলায় ২০১৯ সালের ২৯ এপ্রিল ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। এর আগে এই ১০ জনকে আসামি করে আদালতে সম্পূরক চার্জশিট জমা দেওয়া হয়। এরপর ওই বছরের ১৯ থেকে ২৩ মে পর্যন্ত প্রথম দফায় চার জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছিল। চলতি বছরেও আদালতে একাধিকজন সাক্ষ্য দেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার