পণ্যবাহী ট্রাক থেকে এবার উদ্ধার করা হয়েছে প্রায় ২০ কেজি গাঁজা ও এস্কাপ সিরাপ। অভিযানে গ্রেফতার করা হয়েছে ট্রাক চালক মো ইদ্রিস ও সহকারি মো মোরশেদকে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশের জোড়া আমতল এলাকায় এ অভিযান চালানো হয়।
র্যাব-৭ সহকারি পরিচালক নুরুল আবছার বলেন, একটি পণ্যবাহী ট্রাকে করে কুমিল্লা থেকে মাদকের চালান আসছে এ তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে ওই ট্রাক থেকে প্রায় ২০ কেজি গাঁজা ও ৯৩ বোতল এস্কাফ সিরাপ জব্দ করা হয়। গ্রেফতার করা হয় ট্রাকের চালক ও সহকারীকে।
বিডি প্রতিদিন/ফারজানা