চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ওই মাদক ব্যবসায়ীর নাম জাকির হোসেন দোলন।
গতকাল রবিবার (৪ জুলাই) রাতে নগরীর পাহাড়তলী থানাধীন অলংকার মোড় এলাকায় এ অভিযান চালানো হয়। এসময় তার কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
সিএমপি’র মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার আরাফাতুল ইসলাম বলেন, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৫ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত