চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পৌরসভা এলাকায় একটি পরিত্যক্ত দোকান থেকে মো. সাজ্জাদ (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সাজ্জাদ ঐ এলাকার বাসিন্দা।
সোমবার পৌরসভার মিয়াজীপাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক।
তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হচ্ছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার