চট্টগ্রামে করোনাভাইরাসে সংক্রমণের হার কমছে। কিন্তু প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে মৃত্যু হয় আরও ১০ জনের। এর মধ্যে মহানগরে ৬ জন ও উপজেলায় চার জন। কিন্তু এ দিন আক্রান্ত হয়েছেন ১৪৪ জন।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত রবিাবর চট্টগ্রামে এক হাজার ৪২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১৪৪ জনের শরীরে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ১৩ দশমিক ৮১ শতাংশ। নতুন শনাক্ত রোগীদের মধ্যে ৯৪ জন মহানগর এলাকায় এবং ৫০ জন বিভিন্ন উপজেলা এলাকার বাসিন্দা। ওই দিন মৃত্যু হয় ১০ জন। এর আগে গত এক সপ্তাহ ধরে প্রতিদিনই ৩ থেকে ৫ জন করে মৃত্যু হয়।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪২টি নমুনা পরীক্ষা করে ১৪৪ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়। করোনা সংক্রমণের হার নিম্নগামী হলেও এখনও শঙ্কামুক্ত নয় চট্টগ্রাম। তাছাড়া প্রতিদিনই আক্রান্ত হয়ে মৃত্যু হচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার