নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা ১৯ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ডের উত্তর ছলিমপুর সাগর উপকূল এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে পুরুষ ৮ জন, নারী ৪ এবং শিশু রয়েছে সাতজন।
সীতাকুণ্ড থানার ফৌজদারহাট পুলিশের ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, সলিমপুর ইউনিয়ন থেকে বিভিন্ন বয়সের শিশু, নারীসহ ১৯ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তাদেরকে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, কক্সবাজারের টেকনাফে যাওয়ার জন্য তারা ভাসানচর থেকে পালিয়ে এসেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, দালালদের মাধ্যমে ভাসানচর থেকে একটি নৌকা দিয়ে উত্তর সলিমপুর এলাকার সাগরপাড়ে নামেন রোহিঙ্গারা। রোহিঙ্গাদের নামিয়ে দিয়ে নৌকা নিয়ে চলে যায় দালালরা। স্থানীয়রা তাদের দেখে সন্দেহ হলে চেয়ারম্যানকে খবর দেয়। পরে চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের আটক করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার