১৬ সেপ্টেম্বর, ২০২১ ২২:৪১

চট্টগ্রাম বন্দরে বিদেশি সিগারেটের চালান আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরে বিদেশি সিগারেটের চালান আটক

মিথ্যা ঘোষণায় আমদানি করা দুই কনটেইনার ইজি, মন্ড, ডানহিলসহ বিভিন্ন ব্রান্ডের বিদেশি সিগারেট আটক করেছে চট্টগ্রাম কাস্টম হাউস কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরের ১ নম্বর ইয়ার্ডে ২০ ফুট দীর্ঘ কনটেইনার দুইটি খোলা হয়। ‘ডায়েড ওভেন কটন ফেব্রিক্স’ ঘোষণায় কুমিল্লা ইপিজেডের বাংলাদেশ টেক্সটাইল অ্যান্ড কেমিকেল ফাইবার লিমিটেডের নামে চীন থেকে চালানটি বন্দরে আসে।  

কাস্টম হাউসের অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখার সহকারী কমিশনার রেজাউল করিম চৌধুরী বলেন, ২ কনটেইনার সিগারেট আটক করা হয়েছে। তবে দুই কনটেইনারে কী পরিমাণ সিগারেট রয়েছে তা ইনভেন্ট্রি করা হচ্ছে। এরপর বিস্তারিত জানা যাবে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর