চট্টগ্রাম নগরীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. আরাফাত নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে নগরীর ডবলমুরিং থানাধীন সিজিএস কলোনিতে এ ঘটনা ঘটে। নিহত আরাফাত গাইবান্ধা জেলা সদরের মো. জয়নাল আবেদীনের ছেলে।
চমেক হাসপাতালের পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, সিজিএস কলোনিতে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান আরাফাত। পরে অন্যান্য শ্রমিকরা উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এমআই