সাম্প্রদায়িক সংঘাতের প্রতিবাদে সম্প্রীতি সমাবেশ ও মানববন্ধন করেছেন আলেম-ওলামা, স্কুল এবং মাদ্রাসা শিক্ষক শিক্ষার্থীরা।
আজ রবিবার দুপুরে নগরী চকবাজার থানার গণি বেকারি এলাকায় এ সম্প্রীতি সমাবেশ করে দারুল উলুম কামিল মাদ্রাসা ও কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ সকল সম্প্রদায়ের। সকল সম্প্রদায়ের লোকজন বসবাস করছে। একটি চক্র এ সুসম্পর্ক বিনষ্টের জন্য অপচেষ্টা চালিয়ে আসছে। এ অপশক্তির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।
বিডি প্রতিদিন/আবু জাফর