কর্ণফুলী নদীতে বাল্কহেডের ধাক্কায় নিখোঁজ হওয়ার একদিন পর উদ্ধার করা হয়েছে স্কুলছাত্র মিজানুল হকের লাশ। শনিবার বিকেলে কর্ণফুলী নদীর মোহনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে। মিজানুল পটিয়া উপজেলার চরখানাই এলাকায় মোহাম্মদ ওবায়দুল্লাহর ছেলে। সে চরখানাই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. কামরুজ্জামান বলেন, শুক্রবার দুপুরে মিজানুল হক বালু বহনকারী বাল্কহেড যাত্রীবাহী নৌকাকে ধাক্কা দিলে নিখোঁজ হন মিজানুল। শনিবার বিকেল ৩টা ৫০মিনিটের দিকে কর্ণফুলী নদীর মোহনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।
বিডি প্রতিদিন/এএম