চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটে এমএ মান্নান ফ্লাইওভারের কালুরঘাটগামী র্যাম্পের পিলারে কোনো সমস্যা না থাকায় খুলে দেওয়া হয়েছে। রবিবার সকাল ১০টা থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ফ্লাইওভারটি খুলে দেয়। তবে সর্বোচ্চ ৮ ফিট উচ্চতার এবং হালকা গাড়ি এই র্যাম্পে চলাচল করতে পারবে। ১২ দিন পর যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।
চসিক প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, মেয়রের নির্দেশের এই ফ্লাইওভারের বন্ধ থাকা অংশটি খুলে দেওয়া হয়। এর আগে বিভিন্ন সংস্থা একাধিকবার পরিদর্শন শেষে ফ্লাইওভারটি ঝুঁকিমুক্ত বলে ঘোষণা দেয়। তাই ফ্লাইওভারটি খুলে দেওয়া হয়েছে। তবে বেশি উচ্চতা এবং ভারী যানবাহন চলাচল করতে পারবে না। এজন্য বসানো হয়েছে সেইফটি গেট।
জানা যায়, গত ২৫ অক্টোবর রাতে বহদ্দারহাট এম এ মান্নান ফ্লাইওভারের চান্দগাঁওমুখী আরাকান সড়কের সঙ্গে সংযুক্ত র্যাম্পটিতে ফাটলের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এনিয়ে তৈরি হয় আতঙ্ক। ওইদিন রাতেই চসিকও সিএমপি যান চলাচল বন্ধ করে দেয়। পরদিন সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী। এরপর দিন নির্মাতা প্রতিষ্ঠান ম্যাক্সের বিশেষজ্ঞ প্রতিনিধি দলও পরিদর্শন করে। তারা বলছিল, এটি ফাটল নয়, ফলস কাস্টিং। এরপর চসিক চুয়েট ও সওজের বিশেষজ্ঞ প্রকৌশলী নিয়ে একটি নিরপেক্ষ তদন্ত প্রতিবেদন গঠন করে। সে কমিটি ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করে। পরিদর্শন টিম বলছে, ‘বহদ্দারহাট ফ্লাইওভারের আরাকান সড়কমুখী পাশাপাশি দুটি র্যাম্পের পিলারে কোনো ফাটল পাননি। কন্সস্ট্রাকশন জয়েন্টের ফোম নষ্ট হয়ে যাওয়ায় ফাটলের মত দেখা গেছে। একই সঙ্গে যানচলাচলের জন্য উন্মুক্ত করে দিয়ে ভারী যানবাহন চলাচল পরিহার করার পরামর্শ দেন।’ এরপর চসিক র্যাম্প দিয়ে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়।
বিডি প্রতিদিন/এএম