কুষ্টিয়ার কুমারখালীতে চকলেটের লোভ দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে নুজদার শেখ (৭২) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের এলংগী বাগানপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা ও পেশায় মুদি দোকানি। ওসি মো. সোলায়মান শেখ বলেন, চকলেটের লোভ দেখিয়ে পাঁচ বছরের শিশুকে যৌন নিপীড়নের ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও স্বজনরা জানায়, ঘটনার শিকার ওই শিশু মঙ্গলবার প্রতিবেশী নুজদার শেখের দোকানে আইসক্রিম কিনতে যায়। সে সময় নুজদার চকলেটের লোভ দেখিয়ে শিশুটিকে দোকানের ভিতরে নিয়ে যৌন নিপীড়ন করে। শিশুটি বাড়িতে গিয়ে মা-বাবার কাছে বিষয়টি খুলে বলে। রাতে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন শিশুর মা।