বসুন্ধরা শুভসংঘের বাইসাইকেল উপহার পেলেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও বিজয়নগর উপজেলার একমাত্র ভ্রাম্যমাণ পত্রিকা বিক্রেতা শাহ আলম। গতকাল শাহ আলমের হাতে নতুন বাইসাইকেল তুলে দেন বসুন্ধরা শুভসংঘ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও জি এম রাশেদুল ইসলাম। বিশ্বজিৎ পাল বাবুর সঞ্চলনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিক মিয়া, মহিউদ্দিন মিশু, নুরুন্নবী ভূঁইয়া, জুটন বণিক প্রমুখ।
পত্রিকা বিক্রেতা শাহ আলম নতুন সাইকেল পেয়ে বলেন, ‘বসুন্ধরা গ্রুপ আমার কাজটা আরও সহজ করে দিল। বসুন্ধরা গ্রুপ আরও বেশি এগিয়ে যাক এ দোয়া রইল।’
ইউএনও রাশেদুল ইসলাম বলেন, ‘দেশের সবচেয়ে বড় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের মতো অন্যরাও মানবিক কাজে এগিয়ে গেলে দেশ আরও এগিয়ে যাবে। একজন পত্রিকা বিক্রেতাকে বাইসাইকেল উপহার দেওয়ার বিষয়টি সত্যিই প্রশংসনীয়।’
অনুষ্ঠানের আয়োজকরা জনান, বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় ৬০টি সেলাই মেশিন বিতরণ করা হবে। জুনের শেষ দিকে বা জুলাইয়ের শুরুতে প্রশিক্ষণ দেওয়া হবে। তিন মাস প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ করবে শুভসংঘ।