মেহেরপুর সদর উপজেলার বন্দর গ্রামের ভৈরব নদের পানির নিচ থেকে তেলজাতীয় পদার্থ ভেসে উঠছে। গতকাল সকালে বন্দর গ্রামের কফি হাউস সংলগ্ন ভৈরব নদে এ দৃশ্য দেখা যায়। ঘটনার খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম এবং পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়রা জানান, নদের কিনারা ঘেঁষে হাঁটু সমান পানির নিচ থেকে কয়েক দিন ধরে তেল জাতীয় পদার্থ উঠছে। গতকাল সকালে কিছুটা বেশি উঠতে থাকে। পানির ওপর ভেসে থাকা পদার্থটি দেখতে অনেকটা ডিজেলের মতো। এর গন্ধও অনেকটা ডিজেলের সঙ্গে মিলে যায়। পাউবোর উপসহকারী প্রকৌশলী আবদুল খালেক বলেন, ‘স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে মনে হচ্ছে এখানে তেলের কোনো উৎস থাকতে পারে।’
ইউএনও খায়রুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমরা যথাযথা কর্তৃপক্ষকে অবগত করব।’