৫ ডিসেম্বর, ২০২১ ১৯:৪৯

ট্রেন-বাসের ত্রিমুখী সংঘর্ষ, বাস চালকের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ট্রেন-বাসের ত্রিমুখী সংঘর্ষ, বাস চালকের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে ডেমু ট্রেনের সাথে বাস এবং সিএনজি টেক্সি’র ঘটনায় পুলিশ বাদি হয়ে রেলওয়ে থানায় মামলা দায়ের করেছে। মামলায় অজ্ঞাতনামা বাস চালককে একমাত্র আসামি করা হয়। শনিবার রাতে চট্টগ্রাম রেলওয়ে থানার এসআই জাহাঙ্গীর আলম বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি নাজিম উদ্দিন বলেন, ডেমু ট্রেন দুর্ঘটনায় একটি মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় বাস চালককে একমাত্র আসামি করা হয়েছে। ওই বাস চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, শনিবার সকালে নগরীর খুলশী থানাধীন ঝাউতলা এলাকায় ডেমু ট্রেনের সাথে বাস এবং সিএনজি টেক্সির ত্রিমুখী সংঘর্ষে পুলিশ সদস্যসহ তিন জন নিহত হন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। এ ঘটনায় পুলিশ ও রেলওয়ে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে।

এ ঘটনার জন্য গেটম্যানের গাফিলতিকে দায়ী করছেন প্রশাসন ও স্থানীয় লোকজন।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর