চট্টগ্রামে ট্রাক চাপায় খোরশেদ আলম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার রাতে নগরীর কর্ণফুলী থানাধীন ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খোরশেদ পটিয়া উপজেলার বাসিন্দা।
কর্ণফুলী থানা পুলিশ জানায়, মোটরসাইকেলে চালিয়ে নগরী থেকে পটিয়া ফেরার পথে একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই খোরশেদের মৃত্যু হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ