১৮ জানুয়ারি, ২০২২ ১৮:৫৯

চোরাই মোটরসাইকেল বিক্রি, দম্পতি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চোরাই মোটরসাইকেল বিক্রি, দম্পতি গ্রেফতার

পুলিশের স্টিকার লাগিয়ে চোরাই মোটরসাইকেল বিক্রির অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলেন- মামুন উর রশিদ ও তার স্ত্রী আকলিমা বেগম। সোমবার রাতে নগরীর ইপিজেড থানাধীন আলী শাহ পাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব-৭ অধিনায়ক লে. কর্ণেল এম এ ইউসুফ বলেন, গ্রেফতার হওয়া দম্পতি চোরাইকৃত মোটরসাইকেলে পুলিশের স্টিকার লাগিয়ে বিক্রয় করে। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়।

র‌্যাব অধিনায়ক বলেন, মামুন এক সময় পুলিশে কর্মরত ছিলেন। অপরাধমুলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনি চাকুরিচ্যুত হন। এরপর অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। তার স্ত্রী এসব কর্মকাণ্ডে তাকে সহযোগীতা করেন।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর