চট্টগ্রামের পাহাড়তলীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ফাহিম (১৫) নামের এক কিশোর খুন হয়েছে। এ ঘটনায় ইমন (১৬) নামের আরেকজন আহত হয়েছে। নিহত ফাহিম হালিশহর থানাধীন পানির কল বউ বাজার এলাকার মো.জহিরের ছেলে। আহত ইমন ওই এলাকার মো. দুলালের ছেলে। সে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।
শুক্রবার রাত সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ফাহিমের পিতা নজরুল ইসলাম জানান, ঈদগাহ কাঁচা রাস্তার মাথায় দুর্বৃত্তের এলোপাতাড়ি ছুরিকাঘাতে গুরুতর আহত হয় ফাহিম ও ইমন। আমাকে খবর দেওয়ার পর ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ফাহিমকে মৃত ঘোষণা করেন।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন