চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে হেলাল হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার সকালে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড শুকলালহাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত হেলাল নোয়াখালীর সুবর্ণচর উপজেলার বোরহান মার্কেট এলাকার মো সিরাজ মিয়ার ছেলে।
সীতাকুণ্ড রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই খোরশেদ আলম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। কোন ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত করা যায়নি। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম