চট্টগ্রামে বাসের ধাক্কায় রবিউল হোসেন সেলিম নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। রবিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিএসআরএম গেইট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রবিউল জোরারগঞ্জ ইউনিয়ন যুবলীগ নেতা ছিলেন।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের সহকারি উপ-পরিদর্শক মোহাম্মদ কাউছার বলেন, রবিউল রাস্তা পার হওয়ার সময় তিশা প্লাটিনাম নামে একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ বাসটি জব্দ করেছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম