চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চন নগর ঝঁরঝঁরি এলাকায় কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে রীনা আকতার (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। রীনা আকতার কাঞ্চন নগর ঝঁরঝঁরি এলাকার দিনমজুর শাহ আলমের স্ত্রী।
নিহত রীনা আকতারের স্বামী শাহ আলম বলেন, সকালে প্রচন্ড বেগে কালবৈশাখী ঝড় শুরু হলে বসতঘরের উপর বড় একটি গাছ উপড়ে পড়ে। এতে ঘরে থাকা রীনা আকতার ছাপা পড়ে। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জান্নাতুল বলেন, সকালে রীনা আকতার নামক এক মহিলাকে হাসপাতালে নিয়ে আসা হয়। গাছ ভেঙে পড়ে তার মাথায় আঘাত পায়। হাসপাতালে আনার পূর্বেই ওই মহিলা মারা গেছেন।
বিডি প্রতিদিন/এএম