চট্টগ্রামে স্বামীকে অপহরণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে পান্না আকতার নামে এক নারীকে। এ সময় তার ভাই জাহেদুল ইসলাম জাবেদকেও গ্রেফতার করা হয়। শুক্রবার রাতে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নগরীর খুলশী থানা পুলিশ।
খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা বলেন, চট্টগ্রামের সীতাকুণ্ডের মো. পারভেজ ভালোবেসে বিয়ে করেন নোয়াখালীর পান্না আকতারকে। তাদের পারিবারিক কলহ শুরু করে পান্না বাপের বাড়ি চলে যায়। এরপর স্বামীকে দেনমোহরের টাকার জন্য চাপ দিতে থাকেন পান্না। আর্থিকভাবে অসচ্ছল পারভেজ তা দেয়া সম্ভব হয়নি। গত ১৮ এপ্রিল সকালে তার কর্মস্থল থেকে অপহরণ করে নিয়ে যায় তারা। এ ঘটনায় পারভেজের মা বাদী হয়ে খুলশী থানায় মামলা করলে পুলিশ শুক্রবার ভোরে পারভেজকে তার স্ত্রী পান্না আক্তারের বাড়ি থেকে জিম্মি অবস্থা থেকে উদ্বার করে। একই সাথে এ ঘটনায় জড়িত পান্না আক্তার ও তার ভাই জাহেদুল ইসলাম ওরফে জাবেদকে পুলিশ গ্রেফতার করে।
বিডি প্রতিদিন/এএম