২৫ মে, ২০২২ ০৮:৩৩

হালদায় আরও একটি ডলফিনের মৃত্যু

অনলাইন ডেস্ক

হালদায় আরও একটি ডলফিনের মৃত্যু

সংগৃহীত ছবি

দেশের প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ চট্টগ্রামের হালদা নদীতে মিলল আরও একটি মৃত ডলফিন। এই নিয়ে হালদা থেকে ৩৪টি মৃত ডলফিন উদ্ধার করা হলো। গতকাল মঙ্গলবার (২৪ মে) হালদা নদী থেকে একটি মৃত মিঠা পানির গাঙ্গেয় ডলফিন উদ্ধার করা হয়।

জানা যায়, আইডিএফ স্বেচ্ছাসেবক মো. জসিম উদ্দিনের মাধ্যমে স্থানীয় মেম্বারের সহযোগিতায় হালদা নদীর তীরবর্তী অঞ্চল লাঙ্গলমোড়া ইউনিয়নের তেরপালি খালের মুখ থেকে এটি উদ্ধার করা হয়। ৫ ফুট লম্বায় ডলফিনটির দৈর্ঘ্য ৪ ফুট ৪ ইঞ্চি ছিল। এর ওজন প্রায় ২৫ থেকে ৩০ কেজি। ডলফিনের পিঠের পাশে একটি ক্ষত চিহ্ন ছিল। এটি বর্তমানে হালদা রিভার রিসার্স ল্যাবেটরিতে সংরক্ষণ করা হয়েছে।

সুরতহাল রিপোর্ট অনুযায়ী, ডলফিনটির মুখে এবং দেহে ক্ষত চিহ্ন রয়েছে। মুখে জাল আটকে ডলফিনটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ নিয়ে হালদা নদীতে ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত সাড়ে চার বছরে ৩৪টি অতি বিপন্ন জলজ স্তন্যপায়ী প্রাণি ডলফিনের মৃত্যু হয়েছে। এর আগে ১৪ এপ্রিল বিকেলে ৩৩তম মৃত ডলফিন উদ্ধার করা হয়েছিল।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর