চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কালাইয়ার হাট এলাকায় দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই বরুণ চৌধুরী (৫০) নামের একজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বরুণ চৌধুরী পটিয়া উপজেলার ধলাঘাট গ্রামের মৃত যোগেন্দ্র লাল চৌধুরীর ছেলে। তার এক ছেলে, ৩ মেয়ে রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ওভারটেক করার সময় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন আহত হন।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুইটি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/এএম