চট্টগ্রাম নগরের আকবরশাহ থানাধীন কর্নেলহাট এলাকার কাট্টলী উচ্চ বিদ্যালয়ের সামনে বাসের ধাক্কায় মো. জাকির হোসেন (৪৫) নামে সংবাদপত্রের এক হকার নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মো. জাকির হোসেন নোয়াখালী জেলার মাইজদী থানার মকবুল হোসেনের ছেলে। তিনি নগরের ইস্পাহানি এলাকার জনতা কলোনিতে পরিবার নিয়ে বসবাস করতেন।
পুলিশ সূত্রে জানা যায়, সকাল পৌনে ৭টার দিকে কাট্টলী স্কুলের সামনে এক গ্রাহককে পত্রিকা দেওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন জাকির। এমন সময় ভাইবন্ধু নামে উত্তরবঙ্গের একটি দ্রুতগামী বাস তাকে ধাক্কা দিলে রাস্তার মধ্যে ছিটকে পড়ে যান। ঘটনাস্থল থেকে চালক বাসটি নিয়ে পালাতে গিয়ে সামনের দিকে অগ্রসর হলে জাকিরের মাথা থেতলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ক্ষুব্ধরা গাড়িটি জব্দ ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করে।
আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উদ্দিন আকবর বলেন, কর্নেলহাট এলাকায় সকাল পৌনে সাতটার সাইকেল আরোহী মো. জাকির হোসেনকে একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। বাসটির চালককে গ্রেফতার ও বাসটি জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/এএম