চট্টগ্রাম নগরের কাজীর দেউড়িতে আন্তর্জাতিক বাণিজ্যমেলায় স্টল বসানোকে কন্দ্রে করে মো. মঈনুদ্দিন (৩০) নামে এক যুবককে ছুরিকাঘাতে খুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে কাজীর দেউড়ির ২ নং গলিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন মো. মোবারক (২৭) নামে আরও এক যুবক। নিহত মঈনুদ্দিন (৩০) নগরীর চান্দগাঁও থানাধীন পাঠানিয়া গোদা এলাকার আব্দুল মাবুদের ছেলে। আহত মো. মোবারক (২৭) কাজীর দেউড়ি এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবীর বলেন, নগরীর পলোগ্রাউন্ডে চলমান বাণিজ্যমেলায় কাপড়ের স্টল বসানো নিয়ে মঈনুদ্দিন ও মোবারকের সঙ্গে আবু আহম্মেদ বাবুর কথা কাটাকাটির এক পর্যায়ে মঈনুদ্দিনকে ছুরিকাঘাত করে পিস্তল বাবু। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) হাসপাতাল নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক ২৫ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঈনুদ্দিনের মৃত্যু হয়। মোবারক চিকিৎসাধীন রয়েছেন।
বিডি প্রতিদিন/এএম