চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোর সিসিটিভি’র ফুটেজ অবশেষে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)’র হাতে এসেছে। শনিবার সকালে ডিপো এলাকা থেকে ডিভিআর মেশিনগুলো জব্দ করা হয়।
সিআইডি’র পুলিশ সুপার শাহনেওয়াজ খালেদ বলেন, ‘শনিবার সকালে ডিপো থেকে সাতটি ডিভিআর মেশিন জব্দ করা হয়। ডিভিআর এ থাকা ফুটেজগুলো বিশ্লেষণ করা হচ্ছে।’
জানা যায়, শনিবার সকালে সিআইডি’র একটি দল ডিপোর আইটি রুমে যায়। তারা ছবি এবং তথ্য সংগ্রহ করেন। পাশাপাশি ৭টি ডিভিআর জব্দ করেন। ১১৮টি সিসিটিভি’র মাধ্যমে ডিপো মনিটরিং করা হতো।
প্রসঙ্গত, গত শনিবার রাতে বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ আগুন এবং বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নিহত হন ৪৬ জন। আহত হয়েছেন তিন শতাধিক। আহতরা ঢাকা এবং চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের মধ্যে ১৯ মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। তাদের পরিচয় শনাক্ত করতে স্বজনদের কাছ থেকে ডিএনএ-এর নমুনা সংগ্রহ করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর