চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় আহত ও অগ্নিদগ্ধ হয়ে চট্টগ্রামের সরকারি বেসরকারি চার হাসপাতালে কেন্দ্রে ৭৪ জনের চিকিৎসা সেবা চলছে। সেখানে তাদের অবস্থা ক্রমান্বয়ে ভালো হওয়ার দিকে। শনিবার বিকালে সিভিল সার্জন কার্যালয়ের কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় বর্তমানে চারটি হাসপাতালে মোট ৭৪ জনের চিকিৎসা চলছে। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৫৪ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ১০ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১ জন এবং পার্কভিউ হাসপাতালে ৯ জন।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো. ইলিয়াস চৌধুরী বলেন, সীতাকুণ্ডের ঘটনায় চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে এখন মোট ৭৪ জন চিকিৎসাধীন। তাদের চিকিৎসায় সরকারিভাবে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত ৪ জুন শনিবার রাত ৯টায় চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকার বিএম কনটেইনারে বিস্ফোরণের ঘটনায় মোট ৪৬ জন মারা যান এবং আহত হন তিন শতাধিক। আহতদের মধ্যে সংকটাপন্ন অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ১৯ জনকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ও জাতীয় চক্ষু ইনস্টিটিউটে ভর্তি করা হয়। নিহতদের মধ্যে ২৭ জনের মরদেহ শনাক্ত হওয়ায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে ১৯ জনের মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। ইতোমধ্যে ডিএনএ টেস্টের জন্য অজ্ঞাতদের স্বজনদের কাছ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রতিবেদন এলে শনাক্ত হওয়ার পর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ