ভারত পালিয়ে যাওয়ার সময় নগরীর মহিউদ্দিন প্রামাণিক প্রকাশ মো. মঈনুদ্দিন হত্যার অন্যতম আসামি ফয়সাল ইসলাম বাবু ওরফে পিস্তল বাবু ও তার তিন সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত অন্যরা হলেন- সুমন মিয়া এবং রুবেল। বি-বাড়িয়া জেলার আখাউড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সিএমপি’র কোতোয়ালী থানা পুলিশ।
কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবির বলেন, মঈনুদ্দিন ও তার ব্যবসায়িক পার্টনার ইয়াছমিন আক্তার টিনার কাছ থেকে পিস্তল বাবু ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে তাদের হুমকি দিতে থাকে। গত ৯ জুন পিস্তল বাবুসহ তার সহযোগিরা ঢাকা থেকে আনা থ্রি-পিচের কাপড় ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ধস্তাধস্তির একপর্যায়ে মোবারক হোসেন সজিব নামে এক ব্যক্তির বাম পায়ে টিপ ছোরা দিয়ে জখম করে। মঈনুদ্দীন বাধা দিলে তার দুই পায়ের উরু ও বুকের বাম পাশে ছুরিকাঘাত করে। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঈনুদ্দিনের মৃত্যু হয়।
ওসি বলেন, হত্যাকাণ্ডের পর প্রথমে মোটরসাইকেলযোগে কক্সবাজার যায়। সেখান থেকে মাইক্রোবাসে কুমিল্লা যায়। এরপর ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তবে আখাউড়ায় একটি সিএনজি টেক্সি থেকে পিস্তল বাবু নামার সাথে সাথে পুলিশ সদস্যরা তাকে চিহ্নিত করে। পরে তার সহযোগীদের গ্রেফতার করা হয়।
বিডি প্রতিদিন/এএম