চট্টগ্রামে পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফিরে আনতে বহিরাগতদের অপতৎপরতা বন্ধের দাবি জানানো হয়েছে। রবিবার বিকেলে বিআরটিসি মার্কেটস্থ আন্তঃজেলা বাস-মালিক-সমিতির মিলনায়তনে চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের সমন্বয় সভায় এ দাবি জানানো হয়।
চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মঞ্জুরুল আলম মঞ্জুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আন্তঃজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কফিল উদ্দিন আহামদ। সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- চট্টগ্রামের পরিবহন সেক্টরে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করার লক্ষ্যে গাড়ির মালিক বিহীন একটি চিহ্নিত চাঁদাবাজ চক্র নানা অপতৎপরতা এবং অপপ্রচার চালাচ্ছে। এতে করে পরিবহন সেক্টরে বিশৃংখলা সৃষ্টি হয়েছে।
সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি খুরশিদ আলম, চট্টগ্রাম কাপ্তাই বাস মালিক সমিতির সভাপতি মোরশেদুল আলম কাদেরী, চট্টগ্রাম রাঙ্গামাটি মোটর মালিক সমিতির সভাপতি সৈয়দ হোসেন, চট্টগ্রাম খাগড়াছড়ি বাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক জাফর আলম, চট্টগ্রাম রাঙ্গামাটি মোটর মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এম. মনছুর রহমান চৌধুরী, চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মো. মুছা প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম