চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা এলাকায় মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা ও ডাম্পার ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এছাড়া অপর মোটরসাইকেল আরোহী জিসানসহ পাঁচজন গুরুতর আহত হন।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান বলেন, মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা ও ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। ডাম্পার ট্রাকের চালককে আটক করা হয়েছে।
এদিকে, গতকাল দুপুরে নগরের পাহাড়তলী থানাধীন সরাই পাড়া এলাকার কলকা ফিলিং স্টেশনের সামনে কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে। দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পাহাড়তলী থানার উপ-পরিদর্শক (এসআই) আকতার হোসেন বলেন, ঘটনাস্থলে এসে দুটি মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে এসেছি। এখনো পরিচয় মিলেনি। তবে তাদের কিছু কাগজপত্র থানায় নিয়ে যাওয়া হয়েছে। এর মাধ্যমে পরিচয় শনাক্ত করা যাবে।
বিডি প্রতিদিন/এমআই