চট্টগ্রামের হাটহাজারীতে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে মো. ওয়ালীদ নামে তিন বছরের এক শিশুকে। বুধবার বিকেলে হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের পূর্ব শিকারপুরে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিষয়টি জানতে পারে পুলিশ। নিহত ওয়ালীদ দুবাই প্রবাসী মো. জাবেদের ছেলে।
হাটহাজারী থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। কিন্তু পরিবারের পক্ষ থেকে তা পুলিশকে অবহিত করা হয়নি। আজ মেডিকেল থেকে পুলিশকে অবহিত করা হয়। ধারণা করা হচ্ছে, পরিবারের মধ্য থেকে কেউ এ শিশুকে হত্যা করেছে।’
নিহতের চাচা মো. খোরশেদ জানান, ওয়ালীদের মা ও দাদি দুপুরে গোসল করতে পুকুরে গেলে কে বা কারা ঘরের ভেতর ঢুকে গলায়, পেটে ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যা করে ওয়ালীকে। পরে হাসপাতালে নিয়ে গেলে কমর্রত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বিডি প্রতিদিন/এমআই