চট্টগ্রামের আগ্রাবাদে মাদক কারবারে বাধা দেওয়ায় এক যুবককে ছুরি মেরে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত রাহাত আমিন রাব্বির (২৪) বাসা নগরীর পশ্চিম মাদারবাড়ি এলাকায়। খুনিদের কাউকে পুলিশ এখনও ধরতে পারেনি।
বৃহস্পতিবার (১৬ জুন) দিবাগত রাতে আগ্রাবাদের ঢেবার পাড় এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। ডবলমুরিং থানার এসআই গফুর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, এলাকার আধিপত্য ও মাদক ব্যবসায় বাধা দেওয়ার বিরোধে এ হত্যাকাণ্ড ঘটেছে। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের পেছনে আগ্রাবাদ ঢেবা এলাকায় মাদক বিক্রিতে বিভিন্ন সময়ে বাধা দিতেন রাব্বি। এ নিয়ে বিক্রেতাদের সঙ্গে তার বিরোধ তৈরি হয়।
তিনি আরও জানান, এর জেরে রাব্বির বুক, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে হামলাকারীরা। ঘটনাস্থলেই তার মৃত্য হয়।
খুনিদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে জানিয়ে এসআই গফুর বলেন, তাদের ধরতে পারলে বিস্তারিত জানা যাবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ