চট্টগ্রাম নগরীতে আধিপত্য বিরোধের জের ধরে খুন হয়েছেন রাহাত আমিন রাব্বি নামে এক যুবক। বৃহস্পতিবার রাতে নগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাব্বি পশ্চিম মাদারবাড়ি সাহেবপাড়া এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি পশ্চিম জোনের উপ-কমিশনার আবদুল ওয়ারিশ খান
তিনি বলেন, আধিপত্য বিরোধের জের ধরে রাতে রাব্বির ওপর হামলা হয়। তার বুক পিঠসহ শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাত করে আগ্রাবাদ এলাকায় ফেলে যায়। স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এমআই