দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে ফের ডিম ছেড়েছে মা মাছ। বৃহস্পতিবার রাত ২টা থেকে ডিম দেওয়া শুরু করে কার্প জাতীয় মা মাছ। সকাল থেকে ডিম সংগ্রহকারীরা পুরোদমে নেমে পড়েন ডিম সংগ্রহে। এ নিয়ে এবার তৃতীয়বারের মতো ডিম ছেড়েছে হালদার মা মাছ।
হালদা রিসার্চ অ্যান্ড ল্যাবরেটরির সমন্বয়ক অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া বলেন, হালদা নদীতে এ বছর তৃতীয়বারের মতো মা মাছ ডিম ছেড়েছে। রাত ২টার পর বিক্ষিপ্তভাবে ডিম সংগ্রহ করছেন সংগ্রহকারীরা। যারা রাতে ডিম সংগ্রহ করছেন, তারা মোটামুটি ভালো পরিমাণে ডিম সংগ্রহ করতে পেরেছেন।
তবে সকাল থেকে ডিমের পরিমাণ কম পাওয়া গেছে। যদি এমন লাগাতার বৃষ্টি থাকে, তাহলে ভালো পরিমাণে ডিম পাওয়ার আশা করতে পারি। এখনো ডিমের পরিমাণ নির্ণয় করা যায়নি বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই