চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন অজ্ঞাতনামা (৩৫) এক যুবক। শনিবার দুপুরে মীরসরাইয়ের বারৈয়ারহাট মাছ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
রেলওয়ে থানার ওসি নাজিম উদ্দিন বলেন, চট্টগ্রামগামী সোনার বাংলা এবং ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস এক সাথে অতিক্রম করছিল। ওই যুবক দুই ট্রেনের মাঝখানের খালি জায়গায় দাঁড়িয়ে ছিলেন। এতে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। তার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম