আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে দিনব্যাপী যোগ ব্যায়ামের আয়োজন করেছে চট্টগ্রামস্থ ভারতের সহকারী হাইকমিশন। শনিবার সকালে নগরীর নৌবাহিনী কনভেনশন সেন্টারে এ আয়োজন করা হয়।
দিনব্যাপী এ আয়োজনে মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, প্রশাসন, কর্পোরেট ব্যক্তিত্ব, একাডেমিয়া এবং বিশেষ করে ছাত্র-ছাত্রীসহ ১২০০ জনেরও বেশি ব্যক্তি অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সহকারী হাইকমিশনার ড. রাজীব রঞ্জন সকল অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান।
তিনি বলেন, যোগব্যায়াম হল একমাত্র ব্যবস্থা যা কোন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়াই ৫ হাজার বছরেরও বেশি সময় ধরে টিকে আছে। যোগ ব্যায়ামের ফলে মানুষের বুদ্ধি মজবুত হয়। যোগ ব্যায়াম জনপ্রিয় হয়ে উঠছে কারণ এটি একটি সামগ্রিক বিজ্ঞান যা আমাদের শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক স্বাস্থ্যকে একত্রিত করে। যোগব্যায়াম চিন্তা, কর্ম, জ্ঞান এবং ভক্তিতে আমাদের উন্নত মানুষ হিসেবে গড়ে তোলে।
বিডি প্রতিদিন/আবু জাফর