সিএমপি’র কনস্টেবল মারুফুল ইসলামকে বাস চাপা দিয়ে মারার ঘটনায় সুজন দে নামে এক বাস চালককে গ্রেফতার করেছে র্যাব। রবিবার সকালে রাউজান উপজেলার ডাবুয়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৭ সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, পুলিশ কনস্টেবল মারুফুলকে চাপা দেয়ার পর পালিয়ে যান চালক সুজন। পরে রাউজানে আত্মগোপন করেন। গোপন সংবাদের ভিত্তিতে ওখান থেকে তাকে গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত, গত শুক্রবার রাতে লোহাগাড়ার বাস চাপায় নিহত হন কনস্টেবল মারুফুল। তিনি ছুটি শেষে কক্সবাজার থেকে মোটরসাইকেলের কর্মস্থল সিএমপি’তে ফিরছিলেন।
বিডি প্রতিদিন/আবু জাফর