উপমহাদেশের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদী থেকে ১০ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি মৃত কাতল মাছ উদ্ধার করা হয়েছে।
বুধবার সকালে নদীর রাউজান অংশের সোনাই মুখ স্লুইস গেট এলাকার শাখা খাল থেকে মাছটি উদ্ধার করা হয়। পচে যাওয়ায় মাছটি মৃত্যুর কারণ জানা যায়নি।
স্থানীয় ডিম সংগ্রহকারী কামাল সওদাগর বলেন, হালদা নদীর শাখা খালে মাছটি ভাসতে দেখে স্থানীয়রা আইডিএফ কর্মকর্তাকে ফোন দেন। পরে আইডিএফ’র কৃষি কর্মকর্তা ইউএনওকে অবহিত করে মাছটি উদ্ধার করেন। মাছটি পচে যাওয়ায় মাটি চাপা দেওয়া হয়।
বিডি প্রতিদিন/এমআই