১৬ আগস্ট, ২০২২ ২০:০৬

শোক দিবসে চমেক হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

শোক দিবসে চমেক হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা

ফাইল ছবি

স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ সম্মিলিতভাবে নানা কর্মসূচি বাস্তবায়ন করেছে। গত ৮ থেকে ১৫ আগস্ট পর্যন্ত সেবা সপ্তাহে উপলক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। আট দিনের সেবা সপ্তাহে প্রায় ১৭ হাজার রোগীকে বিনামূল্যে ডায়াগনস্টিক পরীক্ষাসহ সেবা দেওয়া হয়। সকল বহির্বিভাগে কনসালটেন্টগণ সেবা প্রদান করেন।  

জানা যায়, সেবা সপ্তাহে হৃদরোগ ও ডায়াবেটিস শনাক্তকরণ ও কাউন্সিলিং করা হয় ১৫০ জনকে, শিশু গ্রোথ মনিটরিং, মাতৃদুগ্ধের উপকারিতা ও শিশু পুষ্টি সম্পর্কে পরামর্শ প্রদান, ১৭০ জন গর্ভবতী মায়েদের চেকআপ, ৪০ জনকে প্রসব  পরবর্তী সেবা প্রদান, ৪০ জনকে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে কাউন্সিলিং, ৬৫ জনকে জরায়ু মুখের ক্যান্সার স্ক্রিনিং ও পরামর্শ প্রদান, ৩৫ জনকে কলোরেক্টাল  স্ক্রিনিং সেবা প্রদান ও ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং, ঝুঁকি নির্ণয় ও পরামর্শ প্রদান, ১৫০  জন প্রবীণ রোগীর জেরিয়াট্রিক চিকিৎসা সেবা প্রদান, নবজাতক, শিশু ও  কিশোরদের জন্মগত ত্রুটি সার্জারির মাধ্যমে চিকিৎসা বিষয়ক পরামর্শ প্রদান, ১৬০ জন কিডনি রোগ বিষয়ে সচেতনামূলক ও শনাক্তকরণ বিষয়ক পরামর্শ প্রদান ও ডায়ালাইসিস সেবা, মানসিক রোগের পরামর্শ, চিকিৎসা, শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান, এ্যানেসথেসিয়া ও আইসিইউ বিষয়ক সচেতনতা, একজন রোগীর ওপেন হার্ট সার্জারি করা, চক্ষু পরীক্ষা ও চোখের ছানী শনাক্তকরণ এবং স্বেচ্ছায় রক্ত দান কর্মসূচি প্রদান কর্মসূচি পালিত হয়।     

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর