ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ আঘাত হানার আশঙ্কায় ক্ষয়ক্ষতি কমাতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এনসিটি, সিসিটির সব জাহাজ বহিরনোঙরে পাঠিয়ে দিয়েছে। বন্দর চ্যানেল থেকে সব লাইটার জাহাজও সরিয়ে নেওয়া হয়েছে।
সোমবার (২৪ অক্টোবর) সকাল আটটা থেকে জেটি জাহাজশূন্য করার কাজ শুরু হয়। ১১টার মধ্যে এনসিটি ও সিসিটি জাহাজশূন্য হয়।
বন্দর সূত্রে জানা গেছে, আবহাওয়া অধিদফতরের সতর্কতা সংকেত অনুযায়ী বন্দরের নিজস্ব অ্যালার্ট-৩ জারি করা হয়েছে। এর ফলে জাহাজ থেকে পণ্য, কনটেইনার লোড-আনলোড বন্ধ হয়ে গেছে। হ্যান্ডলিং ইক্যুইপমেন্ট নিরাপদে রাখতে প্যাকিং করে রাখা হচ্ছে।
বিডি প্রতিদিন/হিমেল