২৭ ডিসেম্বর, ২০২২ ১৮:০৯

স্বর্ণের দোকান চুরি, সিসিটিভির ফুটেজ দেখে চোর ধরলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

স্বর্ণের দোকান চুরি, সিসিটিভির ফুটেজ দেখে চোর ধরলো পুলিশ

চট্টগ্রাম নগরীতে স্বর্ণের দোকান চুরি করার অভিযোগে আমির হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে চোরাইকৃত ১৯ ভরি ৫ আনা স্বর্ণালঙ্কার জব্দ করা হয়। 

গতকাল সোমবার রাতে নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সিএমপি’র কোতোয়ালী থানা পুলিশ।

কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবির বলেন, গত ২৬ ডিসেম্বর হাজারী গলির উদয়ন জুয়েলার্স নামে একটি দোকানে চুরির ঘটনা ঘটে। এ নিয়ে থানায় অভিযোগ দায়ের করে দোকান মালিক। পরে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে আসামিকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য মতে চুরি করা স্বর্ণালঙ্কারগুলো জব্দ করা হয়। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর