চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ছিনতাই চক্রের হোতা মিজানুর রহমান রানাকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে তার কাছ থেকে ১২৫ গ্রাম মরিচের গুঁড়া, ছিনতাই করা ২৫ হাজার টাকা এবং একটি টিপ ছোরা জব্দ করা হয়। বুধবার রাতে কালামিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ।
কোতোয়ালী থানার ওসি জাহেদুল কবির বলেন, একটি ছিনতাই মামলা তদন্ত করতে গিয়ে রানার সন্ধান মিলে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া রানা একটি ছিনতাইকারী চক্রের নেতৃত্বে রয়েছে। এ চক্রের সদস্যরা নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ায়। সুযোগ বুঝে লোকজনের চোখে মরিচের গুঁড়ো দিয়ে মূল্যবান জিনিসপত্র নিয়ে চম্পট দেয়।
বিডি প্রতিদিন/এএম