চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ট্রাকের সংঘর্ষে কাজী জুনায়েদ হোসেন রিফাত (২৫) নামে একজন মারা গেছেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের চন্দ্রঘোণনা এলাকার শেখ রাসেল এভিয়ারি অ্যান্ড ইকোপার্ক মোড়ে এ দুর্ঘটনা ঘটে। রিফাত লালানগর ইউনিয়নের কাজী নুরুল কবিরের ছেলে।
রাঙ্গুনিয়া থানার ওসি মো. মাহবুব মিলকী জানান, খবর শুনে পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু চার আগে ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছে। ট্রাকটি শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
রিফাতের সঙ্গে একই দুর্ঘটনায় আহত হওয়া তার বন্ধু রাজীব জানিয়েছেন, রিফাতসহ তারা কয়েকজন বন্ধু কাপ্তাই বেড়াতে যাচ্ছিলেন। যাওয়ার পথে কাপ্তাই সড়কের চন্দ্রঘোনা ইকোপার্ক এলাকায় গেলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে তাদের অটোরিকশার সংঘর্ষ হয়। এতে সবাই কমবেশি আহত হলেও রিফাত গুরুতর আহত হয়। এ সময় পথচারীদের সহায়তায রিফাতকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে চট্টগ্রাম নগরীর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এএম